Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

কিরগিজস্তানে জরুরি অবস্থা জারি


ইউএনভি ডেস্ক:

অব্যাহত বিক্ষোভের মুখে রাজধানী বিশকেকে শুক্রবার জরুরি অবস্থা জারি করেছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবিকভ। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা থেকে ২১ অক্টোবর পর্যন্ত কারফিউ ও কঠোর নিরাপত্তা নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে জানিয়েছেন তিনি।

জিনবিকভের ঘোষণায় অবশ্য কত সেনা মোতায়েন করা হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে সেনাদের সামরিক যান ব্যবহার, তল্লাশি চৌকি স্থাপন এবং সশস্ত্র সংঘাত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি অবস্থার ঘোষণার আগে জিনবিকভ প্রধানমন্ত্রী কুবাতবেক ও তার মন্ত্রিপরিষদকে বরখাস্ত করেন।

পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির প্রতিবাদে কিরগিজস্তানে গত সপ্তাহে বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনসহ কয়েকটি সরকারি দপ্তর দখল করে নেয়। তারা দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতাবায়েভকে কারাগার থেকে মুক্ত করে আনে। শুক্রবার সকালে প্রেসিডেন্ট জানিয়েছিলেন, রাজনৈতিক অস্থিরতা নিরসনে নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।


Exit mobile version