Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

কীট সংকটে না.গঞ্জে করোনা পরীক্ষা বন্ধ


ইউএনভি ডেস্ক:

করোনা পরীক্ষার জন্য কীট সংকটের কারণে নারায়ণগঞ্জে তিনশত শয্যা বিশিষ্ট হাসপাতালের ল্যাবে পরীক্ষা বন্ধ থাকায় রোববার (২১ জুন) থেকে ঢাকায় নমুনা পাঠানো হচ্ছে।

নারায়ণগঞ্জে করোনা রোগীদের জন্য নির্ধারিত এই হাসপাতালের ল্যাবে তিনদিন পরীক্ষা বন্ধ থাকায় রোগীরা বিড়ম্বনায় পড়ে। এ ঘটনায় পর জেলা করোনা প্রতিরোধ কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, কীট সরবরাহের আগ পর্যন্ত নারায়ণগঞ্জের নমুনা ঢাকার আইইডিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে।

গত তিন দিনে পরীক্ষা বন্ধ থাকায় পাঁচ শতাধিক নমুনা সেখানে আটকে আছে। নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, দু-এক দিনের মধ্যে নারায়ণগঞ্জে কীট সরবরাহ হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে। আর ততোদিন ঢাকার আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষা করা হবে। রোববার (২১ জুন) সকাল থেকে ঢাকায় নমুনা পাঠাবো হবে।


Exit mobile version