Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

কেন ব্যাটের নিলাম বাতিল করলেন আশরাফুল?


ইউএনভি ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুলের ব্যাট নিলামে উঠছে না। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে ২০০৫ সালে শত রানের ইনিংস খেলা ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

পরে সেই ঘোষণা প্রত্যাহারের বিষয়ে আশরাফুল জানান, আমি দেখেছি, মুশফিকুর রহিমের ব্যাট নিলামের সময় অনেক ভুয়া দর হাঁকা হয়েছে। যদি এরকম কিছু ঘটে তাহলে ব্যাট নিলামে তোলার কোনো মানেই হয় না।

আমি আসলে বুঝতে পারছি না বাংলাদেশে কীভাবে নিলাম হয়। দেশে নিলামের ভালো সংস্কৃতি রয়েছে বলে আমি মনে করি না।জানা গেছে, ব্যাটের ভিত্তিমূল্য ১৫ লাখ টাকা রাখতে চেয়েছিলেন আশরাফুল। কিন্তু নিলামকারী প্রতিষ্ঠান তাতে রাজি হয়নি।

আশরাফুল বলেন, ভালো টাকা না পেলে নিলামের দরকার আছে কী? আমি নিজের ব্যক্তিগত তহবিল থেকে মানুষকে সাহায্য করতে পারবো। বেশি মানুষকে যাতে সহযোগিতা করতে পারি সেজন্য ব্যাটটি নিলামে তুলতে চেয়েছিলাম।


Exit mobile version