কোহলি-রোহিতকে আউট করতে আম্পায়ারের বুদ্ধি চেয়েছিলেন ফিঞ্চ!


ইউএনভি ডেস্ক:
ক্রিকেট মাঠে বোধ হয় সবচেয়ে কঠিন কাজ আম্পায়ারের দায়িত্ব পালন করা। আম্পায়ার যে দেশের যে মতেরই হোন না কেন, তাকে সবসময় নিরপেক্ষ থাকতে হবে। কোনোমতেই নিজের পছন্দ-অপছন্দে গুরুত্ব দিতে পারবেন না।

কোহলি-রোহিতকে আউট করতে আম্পায়ারের বুদ্ধি চেয়েছিলেন ফিঞ্চ!

ধরুন কোনো একটি ম্যাচে দায়িত্ব পালন করছেন আম্পায়ার। সেইসঙ্গে আবার বোলিং দলকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে বল করতে হবে, কিভাবে ব্যাটসম্যানদের আউট করা যাবে। ব্যাপারটা কেমন হবে? এমন কিছু অবশ্য হয়নি। তবে অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ যা করেছেন, সেটিও কম বিস্ময়ের নয়। ভারতের দুই ব্যাটিং স্তম্ভকে আউট করার জন্য যে মাঠের আম্পায়ারের বুদ্ধি চেয়েছিলেন তিনি!

সেই ম্যাচের আম্পায়ার মাইকেল গফই ফাঁস করলেন অদ্ভূত এই ঘটনাটি। ইংলিশ এই আম্পায়ার ‘উইজডেনে’র সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোনো এক ম্যাচে স্কয়ার লেগে দাঁড়িয়ে দায়িত্ব পালনের সময় তার কাছে সাহায্য চান ফিঞ্চ।অস্ট্রেলিয়া-ভারতের সর্বশেষ দুই সিরিজেই ছিলেন গফ। ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় এবং চলতি বছরের শুরুতে ভারতের মাটিতে ফিরতি সিরিজে তিনি ছিলেন আম্পায়ারের গুরুত্বপূর্ণ দায়িত্বে।

ওই সিরিজের একটি ঘটনা শেয়ার করতে গিয়ে গফ বলেন, ‘ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ম্যাচের কথা আমার মনে আছে। ওই ম্যাচে বিরাট কোহলি আর রোহিত শর্মা বড় একটি জুটি গড়েছিল। আমি স্কোয়ার লেগে অ্যারন ফিঞ্চের পাশে দাঁড়িয়েছিলাম। সে আমাকে ম্যাচের মধ্যেই বলল, এই দুই গ্রেট খেলোয়াড় আসলেই অবিশ্বাস্য।’

তারপরই অবাক করার মতো এক কথা বলে বসেন ফিঞ্চ। গফ জানান, ‘তারপর সে আমাকে জিজ্ঞেস করে, কিভাবে আমি তাদের বল করতে পারি! আমি তার দিকে তাকাই এবং বলি, আমি এমনিতেই অনেক দায়িত্ব নিয়ে বসে আছি, তোমারটা তুমি পালন করো।’

আম্পায়ারিং পেশায় আসার আগে গফ বেশ ভালো ক্রিকেটার ছিলেন। ২০০৩ সাল পর্যন্ত ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ডারহামের হয়ে। অফস্পিন বোলিং দিয়ে ৩০টি প্রথম শ্রেণির এবং ২১টি লিস্ট ‘এ’ উইকেট আছে তার নামের পাশে। ব্যাটসম্যান আউট করতে ফিঞ্চ তো তার কাছ থেকে বুদ্ধি চাইতেই পারেন


শর্টলিংকঃ