ক্রসফায়ার নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী


ইউএন ডেস্ক নিউজ:

পররাষ্টমন্ত্রী একে মোমেন

 

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৩৩ হাজার লোক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়৷ অথচ আমাদের দেশে বছরে যদি ১০টি লোকও নিহত হয়, এটিই বড় করে দেখা হয়।

বুধবার জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বছরে ৩৩ হাজার লোক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়৷ তার মানে, প্রতিদিন কত লোক কিল্ড হয়৷ আমেরিকার টেলিভিশনে কখনও এগুলো দেখায় না যে, কাকে মেরে ফেলল৷ আর আমাদের এখানে বছরে যদি ১০টি লোক কিল্ড হয়, এটিই বড় করে দেখান।

ইউরোপের কথা যদি বলি- সেখানে টেররিজম হলেই ওদের সঙ্গে সঙ্গে মেরে ফেলে৷ ওদের বিচার কোর্টে হয় না? আমাদের দেশে কিন্তু কোর্টে গিয়ে ওদের বিচার হয়৷

মানবাধিকার কোন দেশে কত আছে, সেটি যদি আপনি হিসাব করেন, আমরা অনেক ঊর্ধ্বে আছি৷ কিন্তু আমাদের পত্রপত্রিকা, আমাদের মিডিয়া এগুলো নিয়ে খুব সোচ্চার৷ সোচ্চার হোক আপত্তি নেই৷

কারণ আমরা চাই, আমাদের সরকার চায়- একটি লোকও যেন বিনাবিচারে হত্যার শিকার না হয়৷ তবে তারপরও হয়৷ কিন্তু আমাদের সংখ্যা অনেক কমে গেছে৷

২০০২, ২০০৩, ২০০৪ সালে আপনি শুনেছেন বিচারবহির্ভূত হত্যা কত হয়েছে- ১২০০৷ আর এখন সারা বছরে কয়টা হয়েছে? একটিও আমি চাই না৷ কিন্তু ১০-১২টাও যদি হয় তা-ও আমার জন্য দুঃখ।#

/হা.আ


শর্টলিংকঃ