Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

খবরটি সত্যি নয়: ফারিয়া


ইউএনভি ডেস্ক:

‘মুম্বাইতে গিয়েছিলাম নিজের একটা লুক সেট করতে। তবে সেটি কোনো ছবির লুক নয়। অথচ খবর ছড়িয়েছে আমি বলিউডের ছবিতে অভিনয় করছি। সেটার লুক দিতেই মুম্বাইতে। আসলে খবরটি সত্যি নয়’- বলছিলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।

সম্প্রতি মুম্বাই থেকে ফেরেন নুসরাত ফারিয়া। বলিউডের ছবিতে অভিনয়ের খবর সম্পর্কে জানতে চাইলে সমকালকে বরেন, ‘খবরটি সত্যি নয়’।সেই সঙ্গে তিনি বলেন, ‘মুম্বাইতে কোনো ছবির জন্য যায়নি। আর সেখানে যে কাজের জন্য গিয়েছি সেটা কোনো ছবির না। ভিন্ন একটা কাজে গিয়েছিলাম। আর শুধু বলিউডের ছবির মিটিং আর লুক সেটের জন্য তো মানুষ মুম্বাই যায়না! অন্য কাজেও তো যায়।’

এদিকে ভারত থেকে ফিরে ‘যদি…কিন্তু…তবুও’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ‍ছিলো এ নায়িকার। বুধবার ছবিটির শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে ছবিটির শুটিং আপাতত হচ্ছে না বলে জানা গেছে। এ ছবিতে ফারিয়ার বিপরীতে আছেন অভিনেতা অপূর্ব। শিহাব শাহীন পরিচালিত ছবিটি একটি অনলাইন প্লাটফর্মে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবি। এর প্রাথমিক নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু’। ছবিটির ৫০টি চরিত্রের জন্য অভিনয়শিল্পীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ আর শেখ হাসিনার একটি চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। তবে ছবিটি বিষয়ে এখনই কিছু জানাতে চাইলেন না সম্প্রতি মুম্বাই ফেরা নুসরাত ফারিয়া। শুধু বললেন, ‘১৭ মার্চের পরই সব জানানো হবে।’


Exit mobile version