Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

খাগড়াছড়ির এডিসির গাড়িতে ঢিল, গ্লাস ভাঙচুর


ইউএনভি ডেস্ক:

বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল চলাকালে খাগড়ছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) গাড়িতে ঢিল ছুঁড়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। শনিবার বেলা ১১টার খাগড়াছড়ি- দীঘিনালা সড়কের সুপারি বাগান এলাকায় এই ঘটনা ঘটে।এ সময় গাড়িতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ আহমেদ সোহাগ অবস্থান করলেও তিনি আঘাত পাননি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়ির ওপর ইট পাটকেল মারলে গাড়ির কাচের গ্লাস ভেঙ্গে যায়। গাড়িতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ ও গাড়ির চালক অক্ষত আছেন।খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, নির্বাচনি কাজে এডিসি (সার্বিক) দীঘিনালা যাওয়ার সময় সুপারি বাগান এলাকায় গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। তবে এতে কেউ আহত হয়নি।


Exit mobile version