কর্মকর্তাকে পেটানোর মামলায় ভাইস চেয়ারম্যান কারাগারে


নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাদ্য গোডাউনের কর্মকর্তা ও কর্মচারীকে পেটানোর মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ১৫ জুলাই খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার হঠাৎ নাচোল খাদ্য গোডাউন পরিদর্শনে আসেন। ওইদিন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু ও তার লোকজন উপ-খাদ্য পরিদর্শক মাসুদ রানা ও কুলি সর্দার মজিবুর রহমানকে পিটিয়ে আহত করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা চেয়ারম্যান আব্দুল কদের, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এঘটনায় ওসিএলডি শফিউর রহমান বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরী থেকে আটক করে নাচোল থানা পুলিশ । এরপর মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ।


শর্টলিংকঃ