Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

খালেদা জিয়ার মুক্তি দাবি রাবি শিক্ষক ফোরামের


রাবি প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া’কে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অভিযুক্ত করে কারারুদ্ধ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর সকল কর্মকা- এবং দিকনির্দেশনা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ছিল মাইলফলক। অথচ দেশ এখন দুর্নীতির মহা আখড়ায় পরিণত হয়েছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

বক্তারা আরও বলেন, খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত। তিনি অসুস্থ তারপরও তাকে চিকিৎসা না করিয়ে কারারুদ্ধ রাখা হয়েছে।

বিশ^বিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. হাবীবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হক, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন ও ফোরামের সহ-সভাপতি মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।


Exit mobile version