Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

গণহত্যা দিবসে রাবিতে নির্মূল কমিটির আলোর মিছিল


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় গণহত্যা দিবসে আলোর মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

মিছিল শেষে শহীদদের স্মরণে এক মিনিটি নিরবতা পালন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রাবি শাখা একাত্তরের ঘাতক দালাল কমিটির সভাপতি রবিউল সরকার রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, সংগঠনের রাবি শাখার সাবেক আহ্বায়ক রুয়েট শিক্ষক সিদ্ধার্থ শংকর সাহা, সংগঠনের সাবেক সভাপতি ও রাবির সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শিবলী ইসলাম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার।

মিছিল পরবর্তী সমাবেশে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ২৫ শে মার্চের ভয়াল সেই রাতে যে গণহত্যা চালানো হয়েছিল, তার স্বীকৃতি আমরা জাতীয়ভাবে পালন করতে পেরেছি দেশ স্বাধীনের অনেক পরে। যা বাঙালি জাতির কাম্য ছিল না।

আগামীতে আমরা যাতে দিবসটি আন্তর্জাতিকভাবে পালন করতে পারি, সে ব্যাপারে সবাইকে তৎপর থাকতে হবে; বিশ্ব ফোরামে দাবি জানাতে হবে বলে উল্লেখ করেন অধ্যাপক আনন্দ কুমার সাহা।

রয়েট শিক্ষক সিদ্ধারথ্ শংকর সাহা বলেন, রাজশাহীতে যেসব গণকবর পাওয়া গেছে, তা সামনে নিয়ে আসলে সারাদেশে তৎকালীন সময়ে কী ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছি; তা বলার অপেক্ষা রাখে না।

মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাবি শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সভাপতি শাহিন রানা, পিয়াস, মাসুদ রানা।

সহ-সাধারণ সম্পাদক আরমান কায়সার, সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, আল আমিন, সাজ্জাদ। এছাড়াও বকুল, ইন্দ্রজিত, জিয়ারত, অনিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।


Exit mobile version