Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

গভীর রাতে রাজশাহী জেলা জামায়াতের আমিরসহ আটক ২


বাঘা প্রতিনিধি:

গভীর রাতে রাজশাহী জেলার ভারপ্রাাপ্ত আমির মাওলানা জিন্নাত আলীসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমোদপুর গ্রামে জিন্নাত আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

রাজশাহী জেলার ভারপ্রাাপ্ত আমির মাওলানা জিন্নাত আলী

আটককৃত জিন্নাত আলী রাজশাহী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমোদপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। আরেকজন শাহাদুল ইসলাম উপজেলা জামায়েত ইসলামী শ্রমিক চাষী কল্যান ফেডারেশনের সভাপতি ও আমোদপুর গ্রামের মৃত হারান আলীর ছেলে। তাদের সন্ত্রাস বিরোদী কর্মকান্ড পরিচালনার অভিযোগে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, দিবাগত রাত ২টার দিকে জিন্নাত আলীর বাড়িতে জনগণকে ভয়ভীতি, নাশকতা, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য গোপন বৈঠক করছিল। এ বৈঠকের সংবাদ পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ আরেকজনকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। এ সময় বিভিন্ন ধরনের জিহাদী বই, অর্থ আদায়ের রশিদ বহি, দলে যোগদানে কুপন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সন্ত্রাস বিরোদী কর্মকান্ড পরিচালনার অভিযোগে পুলিশ বাদি হয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


Exit mobile version