Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

‘গানের রাজা’র মহোৎসবের বিচারক রুনা লায়লা


বিনোদন ডেস্ক:

শিশু-কিশোরদের সংগীতনির্ভর রিয়েলিটি শো ‘গানের রাজা’র মহোৎসব অর্থাৎ চূড়ান্ত পর্বে অতিথি বিচারকের আসনে বসবেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। একটি পরিবেশনায় অংশ নেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। শুক্রবার (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থাকছে আলো ঝলমলে এই আয়োজন।

মহোৎসবে থাকছে চিত্রনায়িকা পূর্ণিমা, পরীমনি, সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, এস আই টুটুল, আগুন, ডলি সায়ন্তনী, তপুসহ জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। প্রতিযোগিতার প্রধান দুই বিচারক কোনাল ও ইমরান মাহমুদুল তো থাকছেনই।

চূড়ান্ত পর্বে অংশ নেবে প্রতিযোগিতার শীর্ষ ৫ প্রতিযোগী। তারা হলো ফাইরুজ লাবিবা (খুলনা), মেফতাহুর জান্নাত লরা (চাঁপাইনবাবগঞ্জ), মো. শফিকুল ইসলাম (নেত্রকোনা), পনি চামকা (রাঙামাটি) ও সিঁথি সরকার (ময়মনসিংহ)।

সারা বাংলাদেশ থেকে নানান পর্যায়ের গ্রুমিং ও তালিমের প্রক্রিয়ায় ‘গানের রাজা’র ৪০টি পর্ব প্রচারিত হয়েছে। এবার মহোৎসবে নির্বাচিত হবে সেরা বিজয়ী।

এ প্রজন্মের অভিনেত্রী টয়া ও শিশুশিল্পী সাহিরের উপস্থাপনায় মহোৎসব চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি দেখানো হবে রাত ৭টা ৩১ মিনিটে।


Exit mobile version