Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

গেম আসক্তিকে রোগের স্বীকৃতি দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

ভিডিও গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অতিরিক্ত কমপিউটার ব্যবহার বা ভিডিও গেমের প্রতি এই আসক্তি মানুষের ব্যক্তিজীবনকে খুবই ক্ষতিগ্রস্ত করে।

মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিও গেম আসক্তিকে সম্প্রতি রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দীর্ঘদিন পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

নতুন এই রোগকে ‘গেমিং ডিসঅর্ডার’নামে ডাকা হবে। অবশ্য গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি বৈশ্বিক গেমিং প্রতিষ্ঠানগুলো। এমনকি তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে।

ভিডিও গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি দেয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে বিভিন্ন গেমিং প্রতিষ্ঠান বলছে, ভিডিও গেম খেললে যে শারীরিক ক্ষতি হয় এমন সুস্পষ্ট কোনও প্রমাণ নেই।

প্রসঙ্গত, ভিডিও গেমের প্রতি মানুষের আসক্তি ক্রমেই বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এটা অনেক বেশি। স্মার্টফোন শিল্পের যত উন্নতি ঘটছে ততই ভিডিও গেমের আসক্তি বাড়ছে।


Exit mobile version