গোদাগাড়ীতে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট ও জনসমাগম বন্ধ ঘোষণা


গোদাগাড়ী প্রতিনিধি:

করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার সকাল থেকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সকল দোকানপাট ও জনসমাগম বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার।

 বন্ধ দোকানপাট
বন্ধ দোকানপাট

গত ২৩ মার্চ উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে উপজেলার সকল প্রকার সাপ্তাহিক হাটবাজার বন্ধ ও মাক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনাকারী সকল এনজিওকে ক্ষুদ্র ঋনের কিস্তি উত্তোলন বন্ধ ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার জানান, করোনা ভাইরাসের কারণে গণজমায়েত এড়াতে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক হাটগুলো বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমলগুলোও বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার,হাপাতাল এবং ওষুধের দোকান খোলা থাকবে।

তিনি আরো বলেন, আমরা চাই কোনো সাধারণ মানুষ ঘরের বাইরে না থাকুক। সকলের সহযোগিতা নিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করতে চাই। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


শর্টলিংকঃ