গোদাগাড়ীতে ইউএনও’র হস্তক্ষেপে অবৈধ পুকুর খনন বন্ধ


শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী:

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে দুইটি অবৈধ পুকুর খনন। এসময় পুকুর খননের চারটি ভেকু মেশিন অকেজো করার জন্য বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার অভিযান চালিয়ে অবৈধ পুকুর খনন বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার জানান, উপজেলার রিশিকুল ইউনিয়নের আন্দ্রাইল মাঠে পবা উপজেলার নওহাটা বড়গাছি এলাকার মধসুধনপুর গ্রামের আব্দুল হাকিম ৪০ বিঘা ধানি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুকুর খননের সাথে জড়িতরা ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিন অকেজো করার জন্য মেশিনের প্রয়োজনীয় মালামাল জব্দ করা হয়।

নাজমুল ইসলাম সরকার আরও জানান, স্থানীয় প্রশাসনের কোন রকম অনুমতি ছাড়াই ধানী জমিতে পুকুর খনন করা হচ্ছিল। পুকুর খননের মালিককে অনুসন্ধান করে অবৈধ ভাবে পুকুর খনন করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শর্টলিংকঃ