গোদাগাড়ীতে জীবানুনাশক স্প্রে করছেন সেনাবাহিনী


গোদাগাড়ী প্রতিনিধি:

করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীর গোদাগাড়ীতে বিভিন্ন রাস্তা ও গাড়ী জীবানুনাশক স্প্রে করেছেন সেনাবাহিনীর সদস্যরা। রবিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ শহীদ ফিরোজ চত্বরের বিভিন্ন রাস্তা,মোটরসাইকেল, ব্যাটারী চালিত আটো, প্রাইভেট কারে জীবানুনাশক স্প্রে করেন তারা।

এসময় গোদাগাড়ীর দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শামসুল হক,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হকসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক জানান, কোথাও যেন জনসমাগম না হয় বা অযথা বাহিরে না বের হয়ে বাড়িতে অবস্থান করে সে বিষয়ে তারা নজরদারি করছেন। মানুষকে করোনা সম্পর্কে বোঝাচ্ছেন তারা। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে বাড়িতে নিজে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছেন।

বরিশালে করোনা ইউনিটে একজনের মৃত্যু, বাড়ি লকডাউন

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। উপজেলার নির্বাহী মাটিস্ট্রেট সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালা করা হচ্ছে।


শর্টলিংকঃ