Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

গোদাগাড়ীতে জেএমবি’র দুই সক্রিয় সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (০১ মে) দুপুরে সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাতকুন্ডি গ্রামের এরশাদ মোড়লের ছেলে কামাল হোসেন ও দিয়াড়মানিক চক গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। এদের মধ্যে কামালকে উপজেলার উজানপাড়া এবং সাইফুলকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর কমান্ডার এটিএম মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। পরে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত দুইজন জেএমবির সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে তিনটি জিহাদী বই, একটি হ্যান্ডনোট বই, দুটি লিফলেট, একটি মোবাইল, তিনটি সীমকার্ড ও একটি মেমোরিকার্ড জব্দ করা হয়েছে।’

তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ওই মামলায় তাদেরকে জেলহাজতে পাঠাবে পুলিশ।’


Exit mobile version