Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

গোদাগাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই মুদি দোকানে জরিমানা


গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী পৌরশহরের মহিশালবাড়ী ও হাটপাড়া বাজারে পিঁয়াজসহ অন্যান্য দ্রব্য মূল্য স্বাভাবিক রাখার জন্য বাজার পর্যবেক্ষণ করার সময়। পাটজাত দ্রব্যের মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে দুই মুদি দোকানে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত দুটি মুদি দোকানের মালিককে তিন হাজার করে ছয় হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক। মুদি দোকানদার সেলিম রেজা ও মফিজুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এত ১৪ ধারায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়।


Exit mobile version