Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


ইউএন ডেস্ক নিউজ :

গোদাগাড়ীতে বিএসএফ এর গুলিতে নিহত জামাল।

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে জামাল (৪৫) নামে এক বাংলাদেশী রাখাল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত জামাল গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জামালসহ কয়েকজন মিলে সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফ এর চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিএসএফ’র গুলিতে এসময় ঘটনাস্থলেই জামাল নিহত হয়। এ সময় তার সাথে থাকা কয়েকজন রাখাল লাশ নিয়ে পালিয়ে আসে।

বিজিবি’র সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদর সুলতান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে সাহেব-বাজার টোয়েন্টিফোরকে জানান, নিহত জামালসহ বেশ কয়েকজন অবৈধ ভাবে রাতে ভারতের ভেতরে অনুপ্রবেশ করে। ফেরার পথে বিএসএফের গুলিতে জামাল নিহত হলে তার সহোযগীরা লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে চলে আসে।#

প্রতিনিধি/হা. আ.


Exit mobile version