চাঁপাইনবাবগঞ্জের এসপির নির্বাচনী দায়িত্ব তদারকি করতে ইসির নির্দেশ


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের নির্বাচনী দায়িত্ব তদারকির জন্য অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শককে দায়িত্ব দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে ২০ মার্চ এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

নির্বাচন কমিশনের সহকারী সচিব নূর নাহার ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে- ‘চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাত আচারণের একটি অভিযোগ পাওয়া গেছে। আগামী ২৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন চারটি উপজেলা পরিষদের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। তৎপ্রেক্ষিতে উক্ত কর্মকর্তার নির্বাচনী কার্যক্রম তদারকির জন্য একজন অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের জন্য নির্বচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছেন।ওই চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রনালয়, পুলিশ সদর দপ্তর, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।চিঠি পাওয়ার বিষয়টি চাঁপাইনবাবগঞ্জের জেলা নির্বাচন অফিস নিশ্চিত করেছেন।


শর্টলিংকঃ