চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে পিতা-পুত্র নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে পিতা-পুত্র। মঙ্গলবার সকালে পাঁকা ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে তাদের উদ্ধারে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরী দল রওয়ানা দিয়েছে।

নিখোঁজরা হল- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের তেররশিয়া দক্ষিণপাঁকা গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে মো. সাহাবুদ্দিন (৫২) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (১৯)।

পাঁকা ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, সকাল ৯টার দিকে সাহাবুদ্দিন ও তার ছেলে আব্দুল্লাহ প্রতিদিনের মত পদ্মা নদীতে ছোট ডিঙ্গি নৌকা (বাড্ডি) নিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে প্রবল স্রোতে পড়ে নৌকাটি ডুবে যায় এবং পিতা-পুত্র নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া । তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে আসলে উদ্ধার অভিযান শুরু করবে।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো.সাবের আলী জানান, জেলা সদর থেকে দূরত্ব বেশী হওয়ার কারণে ঘটনাস্থলে যেতে সময় একটু বেশী লাগছে। যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হবে।


শর্টলিংকঃ