Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে পিতা-পুত্র নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে পিতা-পুত্র। মঙ্গলবার সকালে পাঁকা ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে তাদের উদ্ধারে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরী দল রওয়ানা দিয়েছে।

নিখোঁজরা হল- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের তেররশিয়া দক্ষিণপাঁকা গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে মো. সাহাবুদ্দিন (৫২) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (১৯)।

পাঁকা ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, সকাল ৯টার দিকে সাহাবুদ্দিন ও তার ছেলে আব্দুল্লাহ প্রতিদিনের মত পদ্মা নদীতে ছোট ডিঙ্গি নৌকা (বাড্ডি) নিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে প্রবল স্রোতে পড়ে নৌকাটি ডুবে যায় এবং পিতা-পুত্র নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া । তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে আসলে উদ্ধার অভিযান শুরু করবে।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো.সাবের আলী জানান, জেলা সদর থেকে দূরত্ব বেশী হওয়ার কারণে ঘটনাস্থলে যেতে সময় একটু বেশী লাগছে। যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হবে।


Exit mobile version