চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী হতে হরিণ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী হতে একটি হরিন উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাসুদপুর সীমান্ত এলাকা হতে হরিনটি উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শী তারাপুর গ্রামের কারিম, সারওয়ার, মানারুল, জোহরুল, মানিক জানান,
কয়েকজন যুবক নদীর ধারে গরুর খাবার সংগ্রহে পদ্মা পাড়ে যায়। এসময় পানির মধ্যে পড়ে থাকা হরিনটি দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি তৎক্ষনিক মনাকষাই ইউপি ৮নং ওয়ার্ড সদস্য সমির উদ্দিনকে জানানো হলে তিনি মাসুদপুর বিওপির বিজিবিকে ঘটনাটি জানান।

বিজিবি ঘটনা স্থলে উপস্থিত হয়ে হরিণটিকে স্থানীয় জনগনের সহযোগিতায় উদ্ধার করে বিওপিতে নিয়ে যায়। এসংবাদ লিখা পর্যন্ত হরিণটি মাসুদপুর বিওপিতে বিজিবির হেফাজতে রয়েছে। এব্যাপারে মনাকষা ইউপির ৮নং ওয়ার্ড সদস্য সমির উদ্দিন জানান, বিজির মাধ্যমে স্থানীয় বন বিভাগ কে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়তে পারেন বাঘায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ফেন্সিডিলসহ আটক


শর্টলিংকঃ