Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

চাঁপাইনবাবগঞ্জে কবুতর নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধ নিহত


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে কবুতর নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে সাজেমান মন্ডল (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি সূর্যনারায়ণপুর (চটিগ্রাম নতুন পাড়ার) মৃত মহুর আলীর ছেলে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বাবুডাইং এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, কবুতর বিক্রির টাকা নিয়ে কয়েকদিন ধরেই স্থানীয় সূর্যনারায়ণপুর এবং নারায়ণপুর গ্রামের দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উভয় পক্ষ ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটের আঘাতে সাজেমান মন্ডল মারা যায়।

ওসি জিয়াউর রহমান আরও জানান,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। থানায় মামলা দায়ের হয়নি। পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়তে পারেন :  ঈশ্বরদীতে রেলের তেলসহ শ্রমিকলীগ সম্পাদক আটক


Exit mobile version