পদ্মার চরে পটলের বাম্পার ফলন


তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ :
গেল কিছুদিন প্রচণ্ড তাপদাহের পরও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এবার পটলের ভাল ফলন হয়েছে। ফলে আসায় বুক বেধেছে চরাঞ্চলের পটল চাষিরা। এবার শিবগঞ্জ উপজেলার উজিরপুর,পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের চরাঞ্চলগুলোতে পটলের চাষ হয়েছে।

পদ্মার চর পাঁকা ফেরিঘাটের কাছে প্রায় আড়াই বিঘা জমিতে পটলের আবাদ করেছেন শফিকুল ইসলাম নামে এক কৃষক। তিনি জানান,পটল উঠার আগ পর্যন্ত কয়েক দফায় পানি দিতে হয়। অনেক টাকা খরচ করে শ্যালো মেশিনের পানি দিতে হয়েছে। যা মোটেও পর্যাপ্ত ছিল না। ফলে পটল বড় হচ্ছিল না। সম্প্রতি কয়েকবার বৃষ্টি হওয়ায় জমিতে এবার পটলের ভাল ফলন হয়েছে।

তিনি আরও জানান,পটলগুলো শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পাইকারি বিক্রেতা তার জমি হতে কিনে হাট বাজারে বিক্রি করে থাকেন। তার দাবি-জেলায় সামান্য কিছু এলাকায় পটলের আবাদ হওয়ায় নায্য দাম পাওয়া যায়। পটল বিক্রির টাকা সারা বছর সংসারে ব্যয় করেন।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান বলেন,কৃষি বিভাগের মাঠ কর্মীরা পটল চাষীদের চাহিদা অনুযায়ী পরামর্শ দিয়ে থাকেন। যার কারনে কোন রোগ বালাই ছাড়াই পটলের ফলন ভাল হচ্ছে। দাম ভাল পাওয়ায় চাষ আগামীতে আরও বাড়ার সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন,চলতি মৌসুমে শিবগঞ্জ উপজেলার উজিরপুর,পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের চরাঞ্চলগুলোতে ২১০ হেক্টোর জমিতে পটলের চাষ হয়েছে।


শর্টলিংকঃ