চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাচালান মামলায় একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী রোববার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাকে এক লাখ করা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজা প্রাপ্ত আবুল হোসেন (৩০) সদর উপজেলার হাকিমপুরের সেতাউর বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ওই আদালতের পিপি আঞ্জুমান আরা মামলার নথির বলেন, ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি র‌্যাব বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি ১৫ গ্রাম হেরোইনসহ আবুলকে আটক করেন। পরদিন সদর থানায় র‌্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এসআই ঠাকুর দাস রায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই সিরাজুল ইসলাম ওই বছর ২৪ এপ্রিল আদালতে আবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

পিপি আঞ্জুমান আরা বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আবুলকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।


শর্টলিংকঃ