Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩৪ লাখ নতুন বই পাবে শিক্ষার্থীরা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাধ্যমিক পর্যায়ে ৯৮ ভাগ এবং প্রাথমিক স্তরে শতভাগ বই পৌঁছে গেছে। আগামী ১লা জানুয়ারী নতুন বই পাবার আশায় শিক্ষার্থীরা বই উৎসবে মেতে উঠার দিন গুনছে। ২০২০ সালে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে ৩৪ লাখ ৪৭ হাজার ৬’শ ২৪ টি নতুন বই বিতরণ করা হবে।

নতুন বছরের অপেক্ষমান নতুন বই

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিলো ১৭ লাখ ২৮ হাজার ৩৩৯টি। ২৩ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বই এসেছে প্রায় ৯৮ ভাগ। অন্যদিকে, দাখিলে চাহিদা ছিলো ৪ লাখ ৫১ হাজার ২৪৬ টি, বই এসেছে ৯৮ ভাগ এবং এবতেদায়ীতে বইয়ের চাহিদা ছিলো ২ লাখ ৮ হাজার ৮৮০টি, বই পুরোটায় এসেছে।

এছাড়া, এসএসসি ভোকেশনালে ৪৩ হাজার ৪৮৪ টি বইয়ের চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে পুরোটায় এবং দাখিল ভোকেশনাল এ ১ হাজার ১’শ ৫০টি বইয়ের চাহিদার বিপরীতে বই এসেছে সাড়ে ৮’শ টি।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল মালেক জানান, কিছু বই বাকি রয়েছে। সেই সাথে বিদ্যালয়গুলোতে বই পাঠানো শেষ পর্যায়ে রয়েছে। বছরের প্রথম দিনে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম জানান, জেলার ৭’শ ৫ টি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে ১০ লক্ষ ১৪ হাজার ৫’শ ২৫ টি বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই পৌঁছে গেছে। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই পৌঁছানো হয়ে গেছে। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।


Exit mobile version