চাঁপাইনবাবগঞ্জে ১৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নিয়ামতপুর থেকে মূর্তিটি উদ্ধার করে টাস্কফোর্স।

উদ্ধারকৃত পাথরের মূর্তি

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশরাফুলের নেতৃত্বে টাস্কফোর্স নওগাঁ জেলার নেয়ামতপুর উপজেলার পাইরুল ইউনিয়নের গন্ধশাইল গ্রামের জনৈক রুহুল আমিনের বাড়ির পাশে রাত প্রায় ৯টার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পাচারের উদ্যোশ্যে মূর্তিটি সেখানে রাখা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যায়। মূর্তিটি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে।


শর্টলিংকঃ