চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রায় ৫ কিলোমিটার অংশে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

সোমবার(১০ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দারিয়াপুর কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে মহানন্দা বাসষ্ট্যান্ড পর্যন্ত বুলডোজার,ক্রেন,ট্রাক ও শ্রমিক নিয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে ৫০-৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানকালে দারিয়াপুরে সওজের জায়গায় অবৈধ মোটর গ্যারেজ পরিচালনার দায়ে রাজু নামের একজনকে ২০ হাজার টাকা এবং হরিপুরে বিনা অনুমতিতে জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগে মারুফ ও আবদুল হাকিম নামে দুজনকে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

অভিযানে সড়কের দুধারে অবৈধ বিলবোর্ড,নির্মাণ সামগ্রী এসবও সরিয়ে দেয়া হয়। অভিযানকালে সওজ নির্বাহী প্রকৌশলী আতিকুল্লাহ ভুইয়া,পৌরসভার উচ্ছেদ উপকমিটির প্রধান কাউন্সিলর মইদুল ইসলামসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। সওজ কর্মকর্তারা জানান,এ ধরণের অভিযান অব্যহত থাকবে।


শর্টলিংকঃ