চাঁপাইয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের প্রলোভনে এক যুবতীকে (২৫) ধর্ষণের দায়ে আবু সাইম ওরফে শামীম (৪১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে  ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদণ্ডের ও আদেশ দেয়া হয়েছে।

 

 

মঙ্গলবার (১অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক শওকত আলী একমাত্র আসামীর উপস্থিতিতে দণ্ডাদেশ ঘোষণা করেন।

দণ্ডিত আবু সাইম ওরফে শামীম শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনগর জায়গীর গ্রাম এলাকার হাবিবুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, দণ্ডিত ট্রাক চালক শামীম ওই যুবতীকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছিল। সর্বশেষ ২০১৩ সালের ১০ এপ্রিল গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় যুবতীর খালার বাড়িতে পরদিন বিয়ের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে শামীম। কিন্ত পরদিন ১১ এপ্রিল বিয়ে না করেই চলে যাবার চেষ্টা করলে শামীমকে আটক করে পুলিশে দেয়া হয়। এ ঘটনায় যুবতী নিজে বাদী হয়ে ওইদিনই শামীমের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ ২০১৩ সালের ১০ জুন আদালতে শামীমকে একমাত্র অভিযুক্ত করে চার্যশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর ট্রাইবুনাল মঙ্গলবার আসামী আবু সাইম ওরফে শামীমকে দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড.শহীদুল ইসলাম।


শর্টলিংকঃ