Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

চামড়া সিন্ডিকেট বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন


চামড়া সিন্ডিকেট বন্ধ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বুধবার এ মানববন্ধন কমসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ, সদস্য সচিব জুলফিকার আলী, বাসদ ছাত্র সংসদ ঢাকা মহানগর কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন, সদস্য খালেকুজ্জামান লিপন, শম্পা বসু, আহসান হাবীব বুলবুল প্রমুখ।

বজলুর রশীদ ফিরোজ বলেন, যখনই আমরা কোনো বিষয়ের সঙ্গে সিন্ডিকেটের নাম শুনেছি তারা সেই বিষয়টিকে ধ্বংস করে দিয়েছে।

তেমনি এখন দেশীয় চামড়াশিল্পকে ধ্বংস করে দিচ্ছে এ সিন্ডিকেট। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তবে সরকার আবার যেভাবে কাঁচাচামড়া বিদেশে রফতানির আদেশ দিয়েছে, সেখানে এই শিল্প রক্ষায় সরকারের স্বদিচ্ছা নিয়ে আমরা সন্দিহান।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, আগামীতে যেন সিন্ডিকেট তৈরি হতে না পারে, সে ব্যাপারে সরকারকে আগে থেকেই উদ্যোগ নিতে হবে।


Exit mobile version