Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

চামড়া নিয়ে সিন্ডিকেট হয়ে থাকলে ব্যবস্থা: কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোরবানির পশুর চামড়া নিয়ে সিন্ডিকেট হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। সিন্ডিকেট করে চামড়ার দাম কারসাজি হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।বুধবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চামড়ার দাম নিয়ে কারসাজি হয়েছে কিনা আমি জানি না। কোরবানির পশুর চামড়া সংগ্রহ বা বেচাকেনা এখনও শেষ হয়নি। আজও অনেকে কোরবানি করবেন। আজও চামড়া বেচাকেনা হবে। তবে সিন্ডিকেট করে চামড়ার দাম কমানো হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঈদযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, এবার দু’একটি ব্যতিক্রম ঘটনা বাদে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে। মানুষ শান্তিতে গ্রামে যেতে পেরেছে। ঈদ শেষে স্বাচ্ছন্দে ঢাকায় ফিরছে লোকজন।


Exit mobile version