Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

চারঘাটের হলিদাগাছিতে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটের হলিদাগাছিতে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার পর রাজশাহীর সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর চারঘাট হলিদাগাছি রেলগেইটের পশ্চিমে দিঘলকান্দি ঢালানের কাছে এই বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

এদিকে, রেলওয়ে পশ্চিমাঞ্চলের টেলিযোগাযোগ ও সংকেত শাখার একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তেলবাহী বগিগুলো লাইনে তুলতে অনেক সময় লাগবে। এ কারণে আজ রাতের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক নাও হতে পারে।

জানতে চাইলে রাজশাহীর চারঘাট সরদহ রেলওয়ে স্টেশনের মাস্টার নাজনিন আক্তার এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তেলবাহী ওই ট্রেনটি ইশ্বরদী থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। পথে হলিদাগাছিতে লাইনচ্যুত হয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে বলেও জানান, সরদহ রেলওয়েরে এই স্টেশন মাস্টার‌।


Exit mobile version