চারঘাটে বিজিবি’র অভিযানে ২৪৬ বোতল ফেনসিডিল জব্দ


নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহীর চারঘাট থেকে ২৪৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। বুধবার বিকেলে ইউসুফপুর এলাকায় অভিযান চালিয়ে  এগুলো জব্দ করা হয়। তবে মাদক বহনকারী ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায় নি।

বিজিবি ১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান,  ইউসুফপুর বিওপি’র হাবিলদার শ্রী অমল কুমার এবং বিশেষ টাস্কফোর্স (বেঙ্গল টাইগার) এর সহযোগিতায় ৫ জনের একটি বিশেষ টহল দল  ইউসুফপুর এলাকায় টহল পরিচালনা করে।

এসময় তারা ২৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১ টি প্লাষ্টিক বস্তা  জব্দ করতে সক্ষম হয়। কিন্তু টহল দলের উপস্থিতি টের পেয়ে  ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দল। জব্দ করা  ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য প্রায় এক লাখ  টাকা।


শর্টলিংকঃ