- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

চীনে একুশে ফেব্রুয়ারি পালন করলো বাংলাদেশি শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক : 

চীনের  চংকিং ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বৃহস্পতিবার  চংকিং ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থীদের উদ্যোগে নানা কর্মসুচির আয়োজন করা হয়।

চীনের চংকিং ইউনিভার্সিটিতেঅস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশী শিক্ষার্থীদের শ্রদ্ধা

চংকিং ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থী ইমন, মিশু, শাকিব, অজয়, সোলায়মান, সাগর, আবির, সোহেল, রাকিবুল শাওন, মাহবুব, রকি ও রিফাতের ভার্সিটিতে অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়। এরপর বাঙালি শিক্ষার্থীরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

চীনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন প্রসঙ্গে ইমন, মিশু, শাকিব, অজয়, সোলায়মান বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের জাতিসত্ত্বা্র সঙ্গে মিশে আছে। কিন্তু এখানে পড়তে এসে বড় আকারে তা পালনের সুযোগ হতো না। তাই আমরা বন্ধুরা মিলেই অস্থায়ী শহীদ মিনার তৈরির উদ্যোগ নিই।

চংকিং ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষার্থীদের তৈরি অস্থায়ী শহীদ মিনার

এসময় বক্তারা বলেন, বায়ান্নের মহান ভাষা আন্দোলনের হাত ধরে অর্জিত একুশে  ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবের পতাকা ওড়াচ্ছে । মাতৃভাষাকে ভালবেসে বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের আত্মদানে সিক্ত আমাদের এই বর্ণমালা। একুশ বাঙালির অহংকারের প্রতিচ্ছবি। তাই ভাষাশহীদের আত্মত্যাগ ভুলবার নয়।