Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

চীনে টাইফুন লেকিমার আঘাতে নিহত ২৮


চীনে টাইফুন লেকিমার আঘাতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া ১০ লাখেরও বেশি লোক বাড়িঘর থেকে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঝড়ের কারণে পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝৌতে ভূমিধসে চাপা পড়ে ওই ব্যক্তিরা মারা গেছেন। এখনো অন্তত ১০ জন নিখোঁজ আছেন। যে কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

শনিবার সকালে ওয়েনলিংয়ে লেকিমা ঘণ্টায় সর্বোচ্চ ১৮৭ কিলোমিটার বেগের বাতাস নিয়ে আঘাত হানে। প্রথমে এটিকে সুপার টাইফুন আখ্যা দিলেও আঘাত হানার আগে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল।

লেকিমার কারণে এরই মধ্যে কয়েকশ ফ্লাইট বাতিল হয়েছে। চীনের আবহাওয়া ব্যুরো টাইফুন সতর্কতার মাত্রা আগের রেড অ্যালার্ট থেকে দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্টে নামিয়ে এনেছে।

শুক্রবার টাইফুনটি ১৯০ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে তাইওয়ানে আঘাত হেনেছিল। শনিবার উপকূলীয় শহর ওয়েনঝৌর ১৩০ কিলোমিটার উত্তরে একটি বাঁধ ধসে পড়ার পর ওই ভূমিধসের ঘটনা ঘটে।

চীনের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, লেকিমা এখন উত্তর দিকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে এবং শক্তি হারাচ্ছে।

 


Exit mobile version