Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

চীনে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার


নিজস্ব প্রতিবেদক:

চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের উপর চীন সরকারের নির্মম নির্যাতনের প্রতিবাদে দেশের নানা স্থানে প্রতিবাদী পোস্টার সেটেছে মুসলিম অধিকার সংরক্ষণ পরিষদ। 

প্রতিবাদী এসব পোস্টারে চীনে মসজিদ গুড়িয়ে পাবলিক টয়লেট নির্মাণের তীব্র সমালোচনা করে ১৪ দফা দাবি পেশ করেছে সংগঠনটি। তাদের দাবি সমূহের মধ্যে রয়েছে

০১। উইঘুর মুসলিমদের বিরুদ্ধে সিস্টেমেটিক দমন বন্ধ করা।

০২। মুসলিমদের দরজায় বিশেষ কোড বসানাে বন্ধ করা ।

০৩। জোরপূর্বক গর্ভপাত বন্ধ করা।

০৪। শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের বন্দি শিবির খুলে দেওয়া।

০৫। ভােকেশনাল এডুকেশন অবিলম্বে বন্ধ করা।

০৬। ২০+ লাখ উইঘুর মুসলিম আটকাবস্থা তুলে নেওয়া।

০৭। সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতা।

০৮। অন্য চীনা পুরুষদের সাথে উইঘুর মুসলিমদের বিবাহ বন্ধ কর।

০৯। জন্মনিয়ন্ত্রক ঔষধ গ্রহণে উইঘুর নারীদের বাধ্য করা বন্ধ করা।

১০। উইঘুর মুসলিমদের ব্রেইনওয়াশিং ক্যাম্পেইন বন্ধ করা।

১১। কথিত শিক্ষা শিবির বন্ধ করা ।

১২। শরীরে সুই ফুটানাে ও প্লাস দিয়ে নখ তুলে নেওয়া অবিলম্বে বন্ধ করা।

১৩। সকল ধর্মীয় বিধি-নিষেধ তুলে নিন ও ধর্মীয় স্বাধীনতা প্রদান করা।

১৪। সরকারী চাকুরীতে হিজাবী নারীদের নিয়ােগ অবারিত করা।

এর আগে চীনের উইঘুর মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে চলতি বছরের আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

চীনের উইঘুর মুসলিম গণহত্যা দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। ঐ প্রতিবাদ সমাবেশে চীনে মুসলিম নির্যাতন বন্ধ না হলে ঢাকাস্থ চীনা দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।


Exit mobile version