চোরাকারবারির ছুরিকাঘাতে বিজিবি সদস্য আহত


নিজস্ব প্রতিবেদক:

জয়পুরহাটের পাঁচবিবিতে চোরাকারবারির ছুরিকাঘাতে বরুন কুমার নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার আটাপাড়া ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত ফাঁড়ির অদূরে ভিমপুরে এমদাদুল মণ্ডলের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

এ সময় এক রাউন্ড গুলি ছুড়লে চোরাকারবারিরা পালিয়ে গেলেও এনামুল (৩২) নামের এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। আটক এনামুল পাঁচবিবির উত্তর গোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

বিজিবির আটাপাড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু সাঈদ জানান, মঙ্গলবার ভোরে চোরাকারবারি দলের দুই সদস্যকে বিজিবি আটক করে। পরে তাদের হোতাদের ধরার জন্য বিজিবি সদস্য বরুণ কুমার তাদের নিয়ে ভিমপুরে এমদাদুল মণ্ডলের বাড়ির পাশের বাঁশ ঝাড়ে ওঁৎ পেতে থাকে।

এ সময় আটকরা ল্যান্সনায়ক বরুণ কুমারের বাম হাতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করলে অন্য বিজিবি সদস্য এক রাউন্ড গুলি ছোড়ে। পরে বিজিবি সদস্যরা চোরাকারাবারি এনামুলকে আটক করলেও অন্যজন পালিয়ে যায়।

আহত ল্যান্সনায়ক বরুণ কুমারকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার কথা জানানো হয়েছে।

তবে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জানান, বিজিবির আহত কোন সদস্য তাদের হাসপাতালে ভর্তি হয়নি।


শর্টলিংকঃ