ছবিতে চকবাজারের ‘পোড়া জনপদ’


ইউএনভি ডেস্ক:

রাজধানীর চকবাজার এলাকার রাজ্জাক ভবনে বুধবার রাতে ভয়াবহ আগুন লাগে। এই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। আগুনে বহু লোক হতাহত হয়েছে। পুড়ে ছারখার হয়েছে মানুষ, ভবন, দোকানপাট, আসবাব, গাড়িসহ নানা সরঞ্জাম। দেখে মনে হয়, এ যেন এক পোড়া জনপদ।

ছবিতে দেখুন চকবাজারের চুড়িহাট্টির আগুনের ভয়াবহতা:

পুড়ে যাওয়া লাশের সারি..। কোনো এক পথচারির মরদেহ। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হয়তো পথিমধ্যে পুড়ে অঙ্গা হয়েছেন।

 

পুড়ে যাওয়া ভবনের মসজিদ সংলগ্ন পাশের দৃশ্য

 

আগুনে পুড়ে যাওয়া রাজ্জাক ভবনের গলিতে ধ্বংসস্তূপ। ঘটনার সময় গলিজুড়ে রিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে ঠাসা ছিল পুরো গলিজুড়ে

 

আগুনে পুড়ে যাওয়া চুড়িহাট্টির রাজ্জাক ভবনের আরেক পাশের দৃশ্য

 

চকবাজারের চুড়িহাট্টির রাজ্জাক ভবনের সামনের অংশ..

 

বাড়িটির সামনের গলিতে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ি। অনেকের ধারণামতে, এই গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়

 

রাজ্জাক ভবন ও এর আশেপাশের এলাকা। যা এখন আগুনে পোড়া এক জনপদে পরিণত হয়েছে। পাশের বহুতল ভভনের ছাদ থেকে ধারণকৃত ছবি

 

আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। একজনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে

 

রাজ্জাক ভবনের নিচতলা ও দোতলায় ছিল প্রসাধনী সামগ্রীর কারখানা। এ ছবি সেই দৃশ্যই প্রমাণ করে

 

 

 

 


শর্টলিংকঃ