Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

‘ছাত্রছাত্রীদের স্মার্ট ফোন ব্যবহার করতে দেওয়া যাবে না’


ইউএনভি ডেস্ক:

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, ছাত্রছাত্রীদের স্মার্ট ফোন ব্যবহার করতে দেওয়া যাবে না। স্মার্ট ফোনের ক্ষতিকর দিকে শিক্ষার্থীরা বেশি মনোযোগী হয়।

বুধবার (৪ মার্চ) দুপুরে নড়াইল সদরের চাঁচড়া নফেল উদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পিটু বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ছায়েম আলী খান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুন্ডরিক বিশ্বাস।

পুলিশ সুপার বলেন, সমাজ থেকে মাদক দূর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। তথ্য প্রযুক্তি ও মোবাইল ফোনের বাজে দিক পরিহার করতে হবে। এ ব্যাপারে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রয়েছে। প্রতিদিন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ক্লাসে উপস্থিত থাকছে কি না, সে বিষয়ে শিক্ষকদের নজর রাখতে হবে। প্রয়োজনে অভিভাবকদের অবগত করতে হবে।


Exit mobile version