Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলার রায় পেছাল


ইউএনভি ডেস্ক:

রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন পিছিয়েছে।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রায় ঘোষণার দিন নির্ধারণ ছিল। তবে আদালত রায় ঘোষণার দিন পিছিয়ে ১৪ জানুয়ারি করেছেন।


বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসাইন এই সিদ্ধান্ত দেন। এর আগে গত ১১ নভেম্বর যুক্তিতর্ক শেষে তিনি ১০ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য্য করেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় খুন হন রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন শাহ। এ ঘটনায় শাহিন শাহর ছোট ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরের দিন রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০১৭ সালের ডিসেম্বরে মামলাটি বিচারের জন্য রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।


Exit mobile version