Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ছোটপর্দার আয়োজনে স্বাধীনতা দিবস


ইউএনভি ডেস্ক:

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের প্রতিটি টিভি চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। তাদের বিশেষ আয়োজনে রয়েছে সিনেমা, নাটক, গান, আলোচনা অনুষ্ঠানসহ আরও অনেককিছু—

‘আগুনঝরা দিন’

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আগুনঝরা দিন’ প্রচার হবে বাংলাভিশনে। মেজর হামিদুল হোসেন তারেক বীর বিক্রম (অব.)-এর সঞ্চালনায় অতিথিরা এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানটি প্রচার হবে আজ বিকেল ৫টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘গেরিলা’

চ্যানেল আইতে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘গেরিলা’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। নির্মাণ করেছেন নাসিরউদ্দিন ইউসুফ। অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, পীযূষ বন্দ্যোপাধ্যায়, কাজী সাজ্জাদ আলী জহির, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

‘আমিও কী মুক্তিযোদ্ধা’

স্বাধীনতা দিবসের নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা সজল ও অভিনেত্রী নাদিয়া নদী। নাটকটির নাম ‘আমিও কী মুক্তিযোদ্ধা’। নাটকটি পরিচালনা করেছেন শাহিন আহমেদ। স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় আজ রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আশরাফ কবীর, তমাল মাহবুব, শিশির আহমেদ, তন্দ্র, লিজা খানমসহ অনেকে।

সংগীতানুষ্ঠান ‘লাল সবুজের বাংলাদেশ’

এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘লাল সবুজের বাংলাদেশ’। ফেরদৌস আরা বন্যার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, দিনাত জাহান মুন্নি, ইভা রহমান, মৌটুসী ইসলাম, সাব্বির, হূদয় খান ও ইমরান। অনুষ্ঠানে উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতার ফাঁকে ফাঁকে গান পরিবেশন করেছেন শিল্পীরা।


Exit mobile version