জনগণের আগে ভ্যাকসিন নেওয়ায় পদ ছাড়লেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী


ইউএনভি ডেস্ক:

জনগণের আগে সরকারি কর্মকর্তাদের করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার কারণে পদত্যাগ করেছেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ আস্তেতে।

এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিলার মাজেত্তিও একই কারণে পদত্যাগ করেছিলেন। খবর আল জাজিরার।

রোববার এক টুইটে গত মাসে করোনা ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত ‘গুরুতর ভুল’ ছিল বলে উল্লেখ করেন এলিজাবেথ।

জনগণের আগে ভ্যাকসিন নেওয়ার তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আর নেবেন না।

দক্ষিণ আমেরিকার দেশটিতে জনগণের জন্য টিকা কর্মসূচির কোনো তারিখ ঘোষণা না করেই কয়েকজন সরকারি কর্মকর্তা ভ্যাকসিন নিয়েছেন।

এ খবর প্রকাশের পর ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। এই কেলেঙ্কারির মুখে অন্তত দুজন সরকারি কর্মকর্তা আগেই পদত্যাগ করেছেন।

সোয়া তিন কোটি জনসংখ্যার দেশ পেরুকে এ পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৪৩ হাজার ৭০০ জন।

গত ৮ ফেব্রুয়ারি থেকে মাত্র তিন লাখ ডোজ হাতে নিয়ে স্বাস্থ্যসেবা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান শুরু করেছে পেরু।


শর্টলিংকঃ