জন্ম কি অপরাধ


 

 

 

 

 

 

 

 

 

 

জন্ম কি অপরাধ

      -মৌসুমী মম

নদীর শান্তি মেলে মোহনায়
সাগর শান্তি খোঁজে গর্জে
জীবন কি পাবে না শান্তি
হে দয়াময়?

আর কত দিব পাড়ি
রব অপেক্ষিত
জীবন রথের হবো সারথি
হৃদয় ক্ষত বিক্ষত
জীবন কি টানবে দাড়ি?

ছন্নছাড়া আপনজনহারা
মম চিত্তে নতুনিত্ত্বে
অপমান,অভিযোগ,অনুযোগ
করবে বহন জীবনভর।

স্বাধীনচেতা করছে লড়াই
মানুষ হয়ে মানুষেরই বিরুদ্ধে
সে যে জানে
মানব জন্ম নয় কো ধন্য
জন্ম উদ্দেশ্য পূরণ ছাড়া।

করি নি ভয়
করেছি লড়াই
ভেঙেছি পরাধীনতার শিকল
খুলেছি সামাজিকতার মুখোশ
এসেছে জয় সম্মুখ শিখরে
জন্ম আমার দিয়েছে তারা
রাখে নি জন্মের মান
জন্ম কি হবে অপরাধ?

 


শর্টলিংকঃ