Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৩


সারাদুনিয়া ডেস্ক:

ভারতের জম্মু-কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার সকালে কিশত্বার জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

কিশত্বারের জেলা প্রশাসক আংরেজ সিং রানা জানান, সকালে যাত্রীবাহী বাসটি কেশওয়ান-ঠাকরাই সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩৩ জন মারা যান। এ সময় আহত হয়েছেন আরও ২২ যাত্রী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা হতাহতদের বাইরে বের করে নিয়ে আসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে ডোডা পার্বত্য এলাকায়, রাস্তার অবস্থা ছিল খুব খারাপ, সেই সঙ্গে বাসটি খুবই দ্রুত চলছিল এবং যাত্রী সংখ্যাও ছিল খুব বেশি।

পুলিশসূত্র থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজ চলছে। গত ২৭ জুন এ রকম এক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় ১১ শিক্ষার্থী। তার পর থেকে এ এলাকায় সব ধরনের প্যাকেজ ট্যুর বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে এ দুর্ঘটনায় জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি এক টুইটবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।


Exit mobile version