- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

জহির আশফাক’র কবিতা ‘আফিম সংসার’


জহির আশফাক সমসাময়িক কবিদের মধ্যে সবচাইতে ব্যাতিক্রমী একজন। প্রচারবিমূখ এ কবি কোন কাব্যগ্রন্থেই দেননি তাঁর বিশদ পরিচয়। অনেকটা নিরবেই চালিয়ে যাচ্ছেন তাঁর কাব্য সাধনা। তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে  ‘পূর্বলক্ষণের দিনে’   ও     ‘পরাকরণের দিনে’

আফিম সংসার

-জহির আশফাক

আমি তার ছোঁয়া পেতে হাত বাড়ালেই শূন্যে ছুঁয়ে

আসে এই হাত
আমি তার দেখা পেতে চোখ মেলে
সহস্র মাইল জুড়ে ঘাম ঝড়ায়, বৃষ্টি ও বজ্রপাত।
নন্দিত তলপেটে কান পাতে বধিরের দল।
আর দৃশ্যপটে ঐ যে ঈশ্বর ! তাতে কি আসে যায় ?
আমার পৃথিবী আজ আপেক্ষিক।
আমার জন্য আজ সব কিছু নশ্বর।

আমাদের দিন কাটে দিনের মত
রাতও কাটে। সময়ের হিসেবে সেসবে ছাপ পড়ে না।
আর এই টেনে নেয়া গান বহুকণ্ঠে শিস দিয়ে বলে, যে

কোন সংকটে
ঘোলা জলে
যে মাছ আকালের তার ছায়াও মেলে না।
আমি তবু হাল না ছেড়ে বসে আছি, একা এবং

এককমতে
যদি একদিন অবগাহনে।
সে আমার হাত ধরে বলে, তোমার ঐ ঈশ্বর গেছে

জংগলে। গেছে নির্বাসনে।

এখানে এখন সিদ্ধি পোড়ায় সাধু।
নষ্ঠ ভ্রষ্ট কষ্ট বোনা আফিম সংসারে তাই উৎসবে

মেতেছে আজ
দৈব ধর্মঘট।

আমার একজন ঈশ্বর ছিল শিশুকালে !
আমার সত্যিই একজন ঈশ্বর ছিল শিশুকালে
ইদানিং সেসব ধুয়ে গেছে কাদামাখা জলে। আজ

কেও কারো না।
আমার ভালোবাসা জানে
ঈশ্বর ও মানুষ আজ আফসোসের জীবন টানে, এক

সমানে।