- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

জহির আশফাকের কবিতা ‘আমি ঈশ্বরের কথা শুনিনি’


জহির আশফাক সমসাময়িক কবিদের মধ্যে সবচাইতে ব্যাতিক্রমী একজন। প্রচারবিমূখ এ কবি কোন কাব্যগ্রন্থেই দেননি তাঁর বিশদ পরিচয়। অনেকটা নিরবেই চালিয়ে যাচ্ছেন তাঁর কাব্য সাধনা। তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে  ‘পূর্বলক্ষণের দিনে’   ও     ‘পরাকরণের দিনে’

আমি ঈশ্বরের কথা শুনিনি

  জহির আশফাক

আমার ঈশ্বর চাননি আমি তোমাকে ভালোবাসি,
আমি ঈশ্বরের কথা শুনিনি।
খুব পচা হাতের লেখা নিয়ে সেই কবে থেকে বলছি, ‘ভালোবাসি’।
লেখাটা সুন্দর না?
চোখ আটকে থাকে
আটকে থাকে হৃদয়
শরীর শরীরে থাকে না।
যে বোবা সে চোখ দিয়ে বলবে, ‘ভালোবাসি’
যে অন্ধ সে ছোঁয়া দিয়ে বলবে, ‘ভালোবাসি’
আর আমি?
খুব পচা হাতের লেখা নিয়েই বলবো,
” যদি ভালোবাসা বনবাসে যায়, আমিও যাব।
যদি নির্বাসনে যায়
যদি নির্বাচিত দেশে যায়
যদি কুঁকড়ে যায়
যদি সে পথের মোড়ে দাড়িয়ে অপেক্ষায় থাকে অসম্ভবের?
যদি সে ভালোবাসে? “
যদি সে ভালোবাসে, আমি ঈশ্বর হবো।

আরও পড়ুন ‘আমি ভুল বানানে উচ্চারিত একজন মানুষ’