জাতির পিতার জন্মশতবর্ষে বাজারে ২০০ টাকার নোট


ইউএনভি ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণীয় করে রাখতে ২০০ টাকা মূল্যমানের নতুন নোট চালু করেছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে বঙ্গবন্ধুর শতজন্মবর্ষ উপলক্ষে এই নোট চালু করা হয়েছে।


ব্যাংক বন্ধ থাকায় এখনো সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি। এর মধ্যে বেশ কিছু মানুষের কাছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নোট হাতে চলে এসেছে। বুধবার (১৮ মার্চ) থেকে নতুন এই নোট পুরোদমে বাংলাদেশ ব্যাংক ও সকল তফসিলি ব্যাংকে পাওয়া যাবে। এই নোটটিও অন্যান্য ব্যাংক নোটের মতো দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।

২০০ টাকার ব্যাংক নোটের পাশাপাশি বুধবার থেকে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা এবং ১০০ ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। মুজিববর্ষ স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

নাম প্রকাশ না করা শর্তে বাংলাদেশে ব্যাংকের এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সরকারি দফতরে নতুন নোট দেওয়া হয়েছে। যারা আবেদন করেছেন তাদেরকেই দেয়া হয়েছে।


শর্টলিংকঃ