জাতীয় ভোটার দিবস ২ মার্চ


নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আগামী ০২ মার্চ ২০২০ ”জাতীয় ভোটার দিবস” উদযাপন করা হবে। এবারে ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেব’।

ভোটার দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় পর্যায়ে সকাল ১০টায় র‌্যালি রাজশাহী কলেজিয়েট স্কুল হতে শুরত হয়ে শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তন চত্বর থেকে শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তন পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার  মোঃ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী উপ-মহা পুলিশ পরিদর্শক বিপিএম-বার  এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী মেট্রো পলিটন পুলিশ কমিশনার বিপিএম পিপিএম মোঃ হুমায়ুন কবির, রাজশাহী  জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, রাজশাহী পুলিশ সুপার বিপিএম পিপিএম মোঃ শহিদুল্লাহ। এছাড়াও  প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ সেবার আওতায় যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এখনো ভোটার হন নাই তাদেরকে নতুন ভোটার ও NID সংক্রান্ত সকল সেবা শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে প্রদান করা হবে বলে জানানো হয়।
করা হ’ল।


শর্টলিংকঃ