Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

জাতীয় শোক দিবসে অনুপুস্থিত, অধ্যক্ষসহ ২৫ শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন


নিজস্ব প্রতিবেক,পাবনা:
যথাযথ মর্যাদায় পাবনার শহীদ বুলবুল সরকারী কলেজে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন না করাসহ ওই দিনে অধ্যক্ষসহ ২৫ শিক্ষকের অনুপুস্থিতিতে তাদের অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।


সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্যদেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিবলী সাদিক, সাবেক সহ সভাপতি শেখ শাকিরুল ইসলাম রনি, ছাত্রলীগ এডওয়ার্ড কলেজ শাখার সাধারন সম্পাদক সোহেল হাসানসহ অনেকে।

মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী দেশবাসী গভীর শ্রদ্ধার সাথে পালন করলেও পাবনার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বুলবুল সরকারি কলেজে দায়সারাভাবে পালিত হয়েছে। অধ্যক্ষসহ ২৫ জন শিক্ষক কলেজে আসার প্রয়োজন বোধ করেননি। মাত্র ৮ জন শিক্ষক দায়সারা ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুধু ফুল দিয়ে কর্মসুচি শেষ করেছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কোন আলোচনা সভা কিংবা দোয়া মাহফিলতো দূরের কথা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ডাকাই হয় নি। ‘জাতির পিতার এমন অবজ্ঞার বিষয়টি তদন্ত করে অধ্যক্ষসহ অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।


Exit mobile version